বান্দরবান - স্বর্ন মন্দির

 

Golden Temple in Bandarban / Flyview Torus & Travels

স্বর্ন মন্দিরঃ 

বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় বিভাগ হল চট্রগ্রাম। বলতে গেলে বলা যায় সুন্দর্যের লীলা ভূমি। যারা ভ্রমণবিলাসী তাদের কাছে বান্দরবান একটি আদর্শ ভ্রমণ স্পট। আকা বাকা রাস্তা দুপাশে ঘন জঙ্গল মনে হবে যেন সীমাহীন গন্তব্য। বান্দরবান আসলে আপনি সব ভুলে যাবেন। মনে হবে, প্রকৃতি কত সুন্দর, যেন নিজ হাতে সাজিয়ে রেখেছেন। বান্দরবানের একটি নিপুণ কারিগরি নির্দশন হল স্বর্ন মন্দির। আপনি দেখতে দেখতে এতে বিলীন হয়ে যাবেন। আসলে মানুষ কি না করতে পারে।

আপনি ঢাকা , সিলেট, রংপুর বা পৃথিবীর যেকোন প্রান্ত হতে আসতে পারবেন। যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর। আপনি চাইলে ঢাকা বা সিলেট থেকে প্রথমে চট্রগ্রামে প্লেইনে বা চাইলে বাসেও আসতে পারেন। তারপর চট্রগ্রাম থেকে বাসে বান্দরবান আসতে পারবেন। অনেকগুলো ভাল মানের রিসোর্ট ও হোটেল রয়েছে বান্দরবানে।


লেখার ক্ষুদ্র প্রয়াসঃ মোঃ উজ্জ্বল উদ্দিন আহমেদ

Golden Temple in Bandarban 

বিস্তারি জানতে যোগাযোগ করুনঃ

অফিসঃ- ফ্লাইভিউ ট্যুরস এন্ড ট্রাভেলস

বলাকা রেষ্ট হাউজ(২য় তলা)

মাধবপুর পশ্চিম বাজার,  মাধবপুর

 হবিগন্জ, সিলেট।

ফোনঃ ০১৬১৪-০৩১ ৫৫৫।




You Might Also Like

0 Comments